

দাগনভূঞায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জাহাঙ্গীর হোসেন ফেনী প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলার দক্ষিণ নেয়াজপুর মকবুল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স. ম. আজহারুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি ভাষা বিভাগের শিক্ষক মোহসীন মাশকুর, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এমাম হোসেন এমাম, সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী নূর নবী, ফেনী মডেল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন।
সিনিয়র শিক্ষক এম এ তাহেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক নুরুল আলম খান, সাবেক ছাত্র মাঈন উদ্দিন, রাসেল মিয়াজী প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসেন।