

শিবপুরে এসএসসির প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত।
আবু নাঈম রিপন: নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে ১০ ইং এপ্রিল বৃহস্পতিবার এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দ্র কমিটির সভাপতি মোছাঃ ফারজানা ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসাইন। প্রথম দিনের এসএসসির বাংলা পরীক্ষায় ৫টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩১৯৭ জন।এর মধ্যে উপস্থিত ছিল ৩১৬২ জন, অনুপস্থিত ছিল ৩৬ জন। এসএসসি ভোকেশনাল ১ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৫২ জন।এর মধ্যে উপস্থিত ছিল ২৫০ জন, অনুপস্থিত ছিল ০২ জন। এসএসসি(দাখিল) ২ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩২৪ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৩০৮ জন, অনুপস্থিত ছিল ১৬ জন।