

পহেলা বৈশাখ উপলক্ষে বাঘাইছড়িতে বিএনপির বর্ণাঢ্য র্যালী
আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠনের অংশগ্রহণে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি বিএনপির দলীয় কার্যালয় সম্মুখ হতে বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলা’র গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে চৌমুহনী মুক্ত মঞ্চে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার সহ অংশগ্রহণ করেন।
উক্ত বর্ণাঢ্য র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত বর্ণাঢ্য র্যালী’র শেষে প্রমূখ বক্তারা বলেন এ জাতির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ।
নববর্ষের আনন্দে ভাসছে সারা দেশ। আজকের দিনটি শুধুই বাঙালির। এই দিনে সে তার অস্তিত্বের জানান দেয় প্রাণে প্রাণে, উৎসবে। বিশ্বকে বলে দেয়-আমি বাংলাদেশি, আমি বাঙালি; আমার আছে গর্বের ইতিহাস। সংকল্প জানায় এক নতুন আগামীর অতীত বেদনাকে ভুলে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার।
বিগত বছর কে দূরে ঠেলে আজ বাংলাভাষীদের স্বপ্ন দেখার দিন, নতুন আলোয় অবগাহনের দিন, আনন্দে মেতে উঠারও দিন। হাজার বছরের ঐতিহ্যের বহমানতায় বাংলাদেশের ঘরে ঘরে আজ উৎসবের আমেজ।
তারা আরো বলেন, এ দেশের মানুষ আওয়ামী লীগের ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট হয়েছে প্রায় ১৭ বছর। এ সময়ে আনন্দ, উচ্ছ্বাস আর ভাবের প্রকাশ করতে হয়েছে পুরোপুরি নিয়ন্ত্রিত এক পরিবেশে। ফ্যাসিবাদী সরকারের মর্জিমতো। বাঁধভাঙা উল্লাসে সবাই তখন ভাসতে পারেনি। সেই ফ্যাসিবাদের নাগপাশ কাটিয়ে এ বছর এক মুক্ত আবহে, মুক্ত বাতাসে বাঙালির জীবনে এসেছে পহেলা বৈশাখ।