শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ বৈশাখী উৎসব উদযাপন
/ ১২ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন

কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ বৈশাখী উৎসব উদযাপন

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব ‘‘বৈশাখী উৎসব ১৪৩২’’ উদযাপন করেছে কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

আনন্দ শোভাযাত্রা, পান্তা-ইলিশ খাওয়া ও আলোচনার মধ্য দিয়ে বুড়িচং প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ দুপুরে বুড়িচং প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা ও সর্বশেষ বাঙালির ঐতিহ্যবাহী খাবার ভর্তা-ভাজির সাথে পান্তা ভাত, ইলিশ ভাজার আয়োজন করা হয়।

বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক, বুড়িচং উপজেলা বিএনপি’র সদস্য সচিব কবির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ অপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলা উত্তরের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব বিভাগের সভাপতি বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ সাইফুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, জামায়াতে ইসলামীর কর্মী অধ্যাপক মোঃ রবিউল আলম, বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন, মাসুম মেম্বার, ছাত্রপ্রতিনিধি তামিমসহ আরো অনেকে।

এসময় আরো উপস্থিত ছিলেন, বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোসলে উদ্দিন, সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ কল্প, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাফি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আব্দুল্লাহ, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন মোল্লা, সদস্য তাজুল ইসলাম, মিজানুর রহমান কিবরিয়াসহ আরও অনেকে।

বাঙালির ঐতিহ্যের উৎসব পহেলা বৈশাখ সুন্দরভাবে উদযাপন করায় বুড়িচং প্রেস ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত অতিথিবৃন্দ। আগামী দিনগুলোতেও বুড়িচং প্রেস ক্লাব তাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page