

কুমিল্লা সদরের অবৈধ ড্রিংকিং ওয়াটার কারখানায় সিলগালা
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা সদরের নোয়াপাড়া এলাকায় অবস্থিত একটি অবৈধ প্যাকেজ ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সিলগালা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
বুধবার (১৬ এপ্রিল) জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথভাবে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, মেসার্স রেইনবো পিওর ড্রিংকিং ওয়াটার, নোয়াপাড়া, কুমিল্লায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে যথাযথ পরিশোধন প্রক্রিয়া ছাড়াই বোতলজাত পানি উৎপাদন ও বাজারজাত করছিল। প্রতিষ্ঠানটি বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই পণ্য বাজারজাত করছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা। মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ আমিনুল ইসলাম শাকিল।
অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআই-এর কুমিল্লা জেলা অফিসের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ, সহকারী পরিচালক (সিএম) মোঃ মোস্তাক আহম্মেদ এবং পরিদর্শক (মেট) আরিফ উদ্দিন প্রিয়।
কারখানাটি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচনায় ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।