শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
মাটিরাঙায় মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলার পুরস্কার বিতরন
/ ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১:৪৪ অপরাহ্ন

মাটিরাঙায় মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলার পুরস্কার বিতরন

খাগড়াছড়ি প্রতিনিধি :

বর্ণিল আয়োজনে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাহা সাংগ্রাই পোয়ে উপলক্ষ্যে মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলার পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল বিকালের দিকে ওয়াছু এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

মাটিরাঙ্গা উপজেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি থৈইঅংগ্য মারমার সভাপতিত্বে বর্ণিল এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলম। মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম ও ওয়াছু মৌজার হেডম্যান অংপ্রু মারমা প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলম বলেন, গেল ১৭ বছর এ পাহাড়ে জাতিগত বিভেদ সৃষ্টি করে একটি বিশেষ গোষ্ঠি নিজেদের ফায়দা হাসিল করেছে। এ বছর পাহাড়জুড়ে স্বারম্বরে সাংগ্রাই উদযাপিত হচ্ছে। আগামীতেও যেকোন আয়োজনে যেকোন ধরনের পৃষ্ঠাপোষকতা করা হবে।

পরে মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page