

কালিয়াকৈর জাতীয় হিন্দু মহাজোটের তীর্থ যাএা।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে শুক্রবার রাত ১০ ঘটিকায় কালিয়াকৈর বাজার এলাকা থেকে বাস গাড়িতে যশোরের বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিয়ে শনিবার ভোরে নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রম দর্শন করেন। ওই আশ্রমে সনাতনী কল্যাণে পূজা, প্রসাদ বিতরণ রাফেল ড্র ও বেনাপোল এরিয়া দর্শন শেষে একদিনের তীর্থ যাএার সমাপ্তি হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি চাঁনমহন রায় এর সভাপতিত্বে ও সাধারণ সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র সরকার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি রবিন্দ্রনার্থ সিদ্ধা, প্রধান সমন্বয়ক ডা : লক্ষ্মণ চন্দ্র সিদ্ধা, সাংগঠনিক সম্পাদক রূপচান মন্ডল, দপ্তর সম্পাদক সুমন সাহা, কোষাধ্যক্ষ সুজিত সাহা, ধর্ম বিষয়ক গোপাল সরকার, চাপাইর ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি গোপীনার্থ বর্মন ও মহিলা বিষয়ক সম্পাদিকা অনুপমা রানী সহ হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ।
তারিখ -১৯/০৪/২৫