

কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে ১৬ হাজার ৩০৪ পিছ ইয়াবাসহ আটক-৪
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা দাউদকান্দিতে র্যাবের পৃথক অভিযানে ১৬ হাজার ৩০৪ পিছ ইয়াবাসহ চার মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। এসময় এক মাদক ব্যাবসায়ীর কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করে র্যাব সদস্যরা।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান।
আটককৃত আসামি মো: সোহাগ মোল্লা চাঁদপুর জেলার মতলব উওর থানার নয়াকান্দি গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম মোল্লার ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে দাউদকান্দি এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদক রাখা হয়েছে। সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল দাউদকান্দি উপজেলার ওই বাড়িতে অভিযানে নামে র্যাব। তথ্যানুযায়ী বাড়ির কক্ষগুলো তল্লাশী করে বেতের তৈরি মোড়ার নিচে বেঁধে রাখা ১৬ হাজার পিছ ইয়াবা উদ্ধার করে মাদক কারবারি সোহাগ মোল্লাকে গ্রেফতার করে। এসময় মাদক কেনাবেচার আরো নগদ ৫ লাখ ৯৮ হাজার তিনশত টাকা উদ্ধার করে র্যাব।
অন্যদিকে অপর এক অভিযানে দাউদকান্দি উপজেলার জুরানপুর এলাকায় মাদক বিরোধী অভিযানে মোঃ শাহাদাত হোসেন শান্ত (২৬), হৃদয় মিয়া (২৩) এবং মোঃ শাহিন মিয়া শাকিল (২৩) নামে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০৪ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যাবসায়ীরা জানান, তারা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে কুমিল্লাসহ বিভিন্ন জেলায় বিক্রি করে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে তাদেরকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।