

কালীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা।
মোঃ আলীহোসেন স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাটের কালীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
গতকাল ২৮ এপ্রিল (রবিবার) বিকেলে উপজেলার মদাতী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।
জানা গেছে, মদাতী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন করায় জাকিরুল হক নামের একজনকে ২০১০ সালের মাটি কাটা ও বালু উত্তোলন নিয়ন্ত্রণ আইনের ১৪ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়। এ সময় সঙ্গে ছিলেন ওসি সেলিম মালিক, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়।
উপজেলা প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।