

বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো বসতঘর।
বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা
বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে একটি বসতবাড়ি ও দুটি খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর বড়শিবাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিকটস্ত কচুয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই বসতবাড়ি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, উপজেলার বর্ষিবাওয়া গ্রামের মৎস্য চাষী সোহেল শিকদারের বসতবাড়িতে গভীর রাতে ১০/১২ জনের একটি দুর্বৃত্তকারি দল পূর্ব শত্রতার জের ধরে বসতঘরে অগ্নিসংযোগ করেছেন। দুর্বৃত্তদের আগুনে এ সময় সোহেল শিকদার ও তার ভাই রিয়াজ শিকদারের বসতঘরের দুটি কক্ষের মালামাল পুড়ে গিয়ে ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে রিয়াজ শিকদারের স্ত্রী সালমা বেগম জানান। পাসেই তার বড় ভাই কাইয়ুম শিকদারের বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা করলে আংশিক ক্ষতি হয়।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাজিব আল রশিদ বলেন, বর্ষিবাওয়া গ্রামে দুটি পরিবারের পারিবারিক দ্বন্ধে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই রাতেই খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে দ্রত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।