বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
Headline
কুমিল্লা চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক-৪ চকরিয়ায় মাছের আহরণোত্তর পরিচর্যা-সংরক্ষণ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি। কালিয়াকৈরে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারিদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন বাগেরহাটে বি আরটিসি অফিসে দুদকের অভিযান কুমিল্লা বিআরটিএ অফিসে দুদকের দিনভর অভিযান জন্মদিনে নেতা -কর্মীদের ভালবাসায় সিক্ত  বিএনপি নেত্রী সামিনা পারভিন বাগেরহাটের মংলায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক, মান্নান ও পনি ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে বাংলাদেশ কি মধ্যস্থতা করতে পারে? নির্বাচন নিয়ে ছিনিমিনি না খেললে হাসিনাকে পালাতে হতো না , আমিত কুমিল্লায় ৪০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে আধুনিক ডিসি পার্ক
Headline
Wellcome to our website...
বাগেরহাটের মংলায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক, মান্নান ও পনি
/ ৭ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫, ৪:২১ অপরাহ্ন

বাগেরহাটের মংলায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক, মান্নান ও পনি

বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা

দীর্ঘ বছর পর খুলনা বিভাগে এই প্রথম অনুষ্ঠিত হলো বন্দরনগরী মোংলা উপজেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু হোসেন হাওলাদার (পনি)। এর আগে মান্নান হাওলাদার উপজেলা বিএনপির সদস্য সচিব ও আবু হোসেন হাওলাদার (পনি) সাবেক যুবদলের সভাপতি ছিলেন।

মঙ্গলবার (৭ মে) মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া এলাকায় সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। দুপুর ১২টার দিকে দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনের জন্য নির্বাচন শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলে ভোট গণনা। সন্ধ্যার পর ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কামরুল ইসলাম গোরা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির এ দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান হাওলাদার। সাধারণ সম্পাদক পদে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু হোসেন হাওলাদার (পনি)। সাংগঠনিক সম্পাদক পদে শেখ শাকির আহম্মেদ ১৯৫ ভোট পেয়ে প্রথম সাংগঠনিক সম্পাদক এবং মৃধা ফারুকুল ইসলাম ১৯৩ ভোট পেয়ে দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

এর আগে দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে। জাতীয় সংগীত, দলীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। মোংলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা এতে অংশ নেন। পুরো স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে।

এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এ নির্বাচনে ৪২৬ জন ভোটারের মধ্যে ৪২৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সাবেক মোংলা উপজেলা বিএনপির আহ্বায়ক এস. এম. ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ. টি. এম. আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম. এ. সালাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আয়েশা সিদ্দিকা মনি, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন, পৌর বিএনপির আহ্বায়ক মো. জুলফিকার আলী, সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মো. এমরান হোসেন, খোরশেদ আলমসহ বিভাগের জেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “দীর্ঘ ১৭ বছর নেতাকর্মীরা এমনভাবে একত্রিত হতে পারেননি। যখনই তারা একত্রিত হওয়ার চেষ্টা করেছে, তখনই আওয়ামী লীগ সরকারের প্রশাসনের দ্বারা নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। এবারের কাউন্সিলে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটাররা প্রত্যন্ত এলাকায় ছুটে গেছেন। গণতান্ত্রিক পন্থায় নেতা নির্বাচনের উদ্যোগকে বিএনপিসহ উপজেলার অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সাধুবাদ জানিয়েছেন। তবে আগামী দিনে মোংলা উপজেলা বিএনপির হাল ধরার দায়িত্ব এখন নির্বাচিতদের ওপর।”

রাতে বিজয়ীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।

এই দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের মাধ্যমে আইন-শৃঙ্খলার কঠোর নিরাপত্তা জোরদার করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page