

চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ ভবনটি মধ্যস্থলে স্থাপনের দাবিতে মানববন্ধন
মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে, উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ ভবনটি মধ্যস্থলে স্থাপন করার দাবিতে এলাকার সর্বস্তরের জনগণ মানববন্ধন করেছেন।
আজ মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা শতাধিক স্থানীয় বাসিন্দা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এলাকাবাসী জানান, বর্তমানে ইউনিয়ন পরিষদ অস্থায়ী ভবনটি ইউনিয়নের এক প্রান্তে অবস্থিত হওয়ায় অধিকাংশ গ্রামবাসীর পরিসেবা গ্রহণে দুর্ভোগ পোহাতে হয়। ইউনিয়নের মধ্যস্থলে ভবন নির্মিত হলে সকলের জন্য সেবাপ্রাপ্তি সহজ হবে এবং প্রশাসনিক কাজ কর্ম আরও গতিশীল হবে।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যনারে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন চন্দ্রদ্বীপ ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি সামচুল হক হাওলাদার, সাবেক বিএনপির সাধারণ সম্পাদক বাবুল খান, বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, শ্রমিক দলের আহ্বায়ক কালাম হাওলাদারসহ স্থানীয়রা।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের সচেতন নাগরিক সমাজ, শিক্ষক, ছাত্রছাত্রী এবং বিভিন্ন পেশাজীবী মানুষেরা এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।###
তারিখ- ২৭/০৫/২০২৫ইং
মো.আরিফুল ইসলাম
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি