শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২০ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
এভারেস্ট জয় করে ঘরে ফেরা হলো না তাদের
/ ২১৭ Time View
Update : রবিবার, ১৯ মে, ২০২৪, ৬:১৯ অপরাহ্ন

এভারেস্ট জয় করে ঘরে ফেরা হলো না তাদের
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন মঙ্গোলিয়ার দুই পর্বাতরোহী। তবে এভারেস্ট জয় করলেও তাদের আর দেশে ফেরা হয়নি। অক্সিজেনের অভাবে মৃত্যু হয় তাদের।
মৃত দুই এভারেস্টজয়ী পর্বতারোহী। ছবি: সংগৃহীত
মৃত দুই এভারেস্টজয়ী পর্বতারোহী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক

১ মিনিটে পড়ুন
রোববার (১৯ মে) দুই পর্বাতরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মঙ্গোলিয়ান ন্যাশনাল ক্লাইম্বিং ফেডারেশন (এমএনসিএফ)।

মৃত এই দুই পর্বতারোহী হলেন: তেসেদেনদামবা উসুখজারগেল (৫৩) ও লাখাগাবাজাভ পুরুভসুরেন (৩১)।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, নেপালের দিক থেকে এভারেস্টে উঠেন তারা। এ দুঃসাহসিক অভিযানে কোনো শেরপার সহায়তা নেননি তারা। এছাড়াও সঙ্গে নেননি বাড়তি অক্সিজেনও।

আরও পড়ুন: এভারেস্ট জয় করলেন বাংলাদেশি বাবর আলী

গত ১৭ মে দক্ষিণ সামিটের ৮ হাজার ৬০০ মিটার উচ্চতায় উসুখজারগেলের মরদেহ পাওয়া যায়। একইদিনে ব্যালকনি এরিয়ার ৮ হাজার ৪০০ মিটার উচ্চতায় পাওয়া যায় পুরুভসুরেনের মরদেহ।

মঙ্গোলিয়ার পর্বতারোহী সংস্থা জানিয়েছে, গত ১৩ মে এ দুইজন সফলভাবে এভারেস্টের চূড়ায় উঠেন। এসব তথ্য পাওয়া গেছে তাদের মোবাইল ফোনে।

আরও পড়ুন: এভারেস্ট জয়ী বাংলাদেশি কারা?

মোবাইল ফোনে পাওয়া একটি ভিডিওতে উসুখজারগেলকে বলতে শোনা যায়, ‘মাতৃভূমি ছাড়ার ৫০ দিন পর আমরা অবশেষে পৃথিবীর সবচেয়ে উঁচুতে উঠেছি।’

সূত্র: ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস, এনডিটিভি
প্রতিনিধি মো: নাইয়ুম ইসলাম, ঠাকুরগাঁও

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page