

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে খুলনায় পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মিটিং অনুষ্ঠিত।
শেখ মাহাবুব আলম, খুলনা প্রতিনিধি।
আগামী ২১শে মে ২০২৪ খ্রিঃ খুলনা জেলায় ২য় ধাপে তেরখাদা, দিঘলিয়া ও ফুলতলা উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে খুলনা জেলা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্রদান করেন জনাব মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার), পুলিশ সুপার, খুলনা। ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার; দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ ও আনসার সদস্যকে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। নির্বাচন ডিউটিতে নিয়োজিত (কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই) সকল অফিসার/ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদানসহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। উক্ত ব্রিফিং প্যারেডে খুলনা জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ, গ্রাম-পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।