

- রূপসায় উপজেলা নির্বাচনে ১১প্রার্থীর প্রতিক বরাদ্দ
শেখ মাহাবুব আলম, খুলনা প্রতিনিধি।
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর চতুর্থ ধাপে রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১১জন প্রার্থীর প্রতীক বরাদ্দ করা হয়েছে ।
সোমবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এর দপ্তর থেকে মোট ১১জন প্রার্থীর প্রতীক বরাদ্দ নিশ্চিত করেন । এদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ২জন ।
চেয়ারম্যান পদে কামাল উদ্দীন বাদশা (টেলিফোন), এস এম হাবিবুর রহমান (দোয়াত-কলম),সরদার ফেরদৌস আহমেদ
( কাপ-পিরিচ), নোমান ওসমানী (মোটরসাইকেল), আব্দুল ওয়াদুদ( ঘোড়া) প্রতীক পেয়েছেন ।
ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আবদুল্লাহ যোবায়ের (তালা), মো:হিরন শেখ পেয়েছেন (টিউবওয়েল) প্রতীক।
অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহানা আফরোজ মনা(কলস), শারমিন সুলতানা রুনা ( প্রজাপতি) প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যায় ।
উল্লেখ্য, আগামী ৫ জুন রূপসা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । এ দিন মোট ৫৬টি কেন্দ্রে ১ লাখ ৫৭ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ।