শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও তাদের সফরসঙ্গীদের বহনকারী একটি হেলিকপ্টার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় বিধ্বস্ত হয় গতকাল রবিবার (১৯ মে)। হেলিকপ্টারটিতে
/ ২২৭ Time View
Update : সোমবার, ২০ মে, ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

উদ্ধার অভিযান শেষ; যাদের মরদেহ পাওয়া গেছে
প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সহযাত্রীদের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে বলে রেড ক্রিসেন্টের প্রধান পীর-হোসেন কোলিভান্দ বলেছেন। উদ্ধার অভিযান শেষ হয়েছে। কোলিভান্দ নিশ্চিত করেছেন, মৃতদেহগুলো তাবরিজের পথে রয়েছে। ইরানের সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে নিহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে।

 

ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও তাদের সফরসঙ্গীদের বহনকারী একটি হেলিকপ্টার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় বিধ্বস্ত হয় গতকাল রবিবার (১৯ মে)। হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে-হাশেম, পূর্ব আজারবাইজান গভর্নর-জেনারেল মালেক রহমাতি, রাইসির নিরাপত্তা দলের প্রধানদ্বিতীয় ব্রিগেডিয়ার জেনারেল মেহেদি মুসাভি, আইআরজিসির আনসার আল-মাহদি বিভাগের সদস্য এবং সেইসঙ্গে অজ্ঞাতনামা পাইলট, কো-পাইলটসহ ক্রু চিফ দুর্ঘটনায় মারা গেছেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সীমান্তের কাছে কিজ কালাসি এবং খোদাফারিন বাঁধ দুটি উদ্বোধন করেন। সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর-পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন। তখন স্থানীয় সময় রবিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। সূত্র : ইরান ইন্টারন্যাশনালে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page