কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডারকে ২৫হাজার টাকা জরিমানা ও কারখানা সিলগালা


সাইফুল ইসলাম ফাহাদ(স্টাফ রিপোর্টার,কুমিল্লা):-
ব্রাহ্মণপাড়া উপজেলার সদরে ‘ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার’ কারখানায় উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়..এসময় কারখানায় গিয়ে দেখা যায় তার পাশে নর্দমা,গণ শৌচাগারের অবস্থান।কারখানার ভিতরে সিলিং এ পাওয়া যায় কালি ঝুল, সাথে ফ্যানে কয়েক বছরের ময়লা,মেঝেতে নানা ধরণের ড্রামে ও ট্রে তে মাছি এবং কালি, ঝুল ওয়ালা মণ কে মণ মিষ্টি।
এসময় ভ্রাম্যমাণ আদালত ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা এবং সাথে সাথে কারখানা কে তালাবদ্ধ করে সিলগালা করে দেয়া হয়েছে।
এই ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট স.ম আজহারুল ইসলাম আরোও বলেন মোবাইল কোর্টের সাথে সাথে ক্রেতা বা ভোক্তাকে ও সচেতন হতে হবে এসব পণ্য ভোগের ব্যাপারে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category