

মাদারীপুরে ডাসারে বিদ্যুতের ভূতুড়ে বিলে বিপাকে গ্রাহক
বিপ্লব কুমার দাস। উপদেষ্টা ও নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ।
মাদারীপুরের ডাসারে পল্লী বিদ্যুৎ সমিতির অস্বাভিক বিদ্যুৎ বিলের কারণে বিপাকে পড়ছে সাধারণ গ্রাহকেরা।অভিযোগ উঠেছে, প্রতিটি বিলে অতিরিক্ত টাকা যোগ করে দেওয়া হয়েছে।এতে ক্ষোভে ফুঁসে উঠে গ্রাহকেরা।
বৃহস্পতিবার(২৩ মে) সকালে পল্লী বিদ্যুৎতের অতিরিক্ত ভুতুড়ে বিলের প্রতিবাদে ডাসার উপজেলার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করে গ্রাহকেরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সরজমিনে গিয়ে জানাগেছে, বিগত মাসের বিদুৎ বিল ঠিক থাকলেও চলতি মে মাসের বিল তৈরিতে গাফিলতির করণে গ্রাহকের বিলের কাগজে অস্বাভাবিক বিল তৈরি করে পৌঁছে দিয়েছে।এতে ক্ষুব্ধ হয় সাধারণ গ্রাহক।
এসময় মাদারীপুর ডাসারের সাব-জেনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিলে ফেটে পড়েন সাধারণ গ্রাহকরা। গ্রাহকদের বিদ্যুৎ বিলের অস্বাভাবিক কারণ জানতে চান বিক্ষোভ কারিরা। তোপের মুখে পড়ে পালিয়ে যায়, লাইন ইন্জিনিয়ার সুফল কুমার পাল।পরে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এবিষয়ে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান জানান,গত চার মাস আগে আমার বাড়ির ২টি বিল বকেয়া ছিল,আমি ডাসার অফিসে গিয়ে বকেয়া বিল পরিশোধ করে বাড়িতে এসে দেখি আমার ঘরের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আমার ছেলে কে ডাসার অফিসে গেলে সহকারী জেনারেল ম্যানেজার মোঃ তৌহিদুল রহমান বলেন, বিছিন্ন লাইন সংযোগ দেওয়ার জন্য তিন শত টাকার নন জিডিশিয়াল স্টাম্প সহ দুই হাজার চার শত টাকা এবং চলতি মাসের বিল দিতে হবে, তখন আমার ছেলে সহকারী জেনারেল ম্যানেজারের দাবিকৃত টাকা দিয়ে লাইনটি সংযোগ দেয়। বর্তমানে পিছনের সেই পরিশোধকৃত বিল সহ ৪ হাজার ৯ শত টাকা বিল করা হয়েছে।
উপজেলার ডাসার এলাকার মোতালেব কাজী নামের ভ্যানচালক বলেন আমার বাড়ির মিটারে গত এপ্রিল মাসের বিল এসেছিলো ১৩১৪ টাকা এখন মে মাসের বিল এসেছে ৪২৯৩ টাকা ২৯৭৯ টাকা অতিরিক্ত যোগ করে বিল ইস্যু করে পাঠাইছে পল্লী বিদ্যুৎ সমিতি। মোরা গরীব মানুষ ভ্যান চলাইয়া দিন আনি দিন খাই বিদ্যুৎ বিলের বাড়তি এই ২৯৭৯ টাহা মুই কইত্তোন দিমু।
উপজেলা ধামুসা গ্রামের রাজ্জাক ঢালী নামের আরেকজন গ্রাহক বলেন আমার এপ্রিল মাসের বিল এসেছিলো ৫৪৫ টাকা আর বর্তমান মে মাসের বিল এসেছে ২২৭১ টাকা। বিদ্যুৎতের এই ভুতুড়ে বিলের সমাধান চাই আমরা সাধারণ গ্রাহক।
এবিষয়ে জানতে চাইলে ডাসার পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মো. তৌহিদুর রহমান বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ জোনাব আলী বলেন, ডাসারের সংশ্লিষ্ট অফিস বিল তৈরি করে।তাঁরাই বিল আদায় করে।তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে।অস্বাভাবিক বিলের ব্যাপারে আমার জানা নেই।