

ভারতে অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজয় দাবি নরেন্দ্র মোদির
বিপ্লব কুমার দাস ( সম্পাদক 24hrstv.bd.com)
ভারতে অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজয় দাবি করেছেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয় মেয়াদে ক্ষমতা নিশ্চিত হলেও সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদির দল বিজেপি। এনডিএ জোটের ফল ধরে সরকার গঠনে জোর দিয়েছেন মোদি।
ভারতে ৫৪৩ আসনের লোকসভায় সরকার গঠনের ম্যাজিক নম্বর ২৭২। মঙ্গলবার (৪ জুন) সকাল আটটা থেকে রাত ৯টা, পুরো ১৩ ঘণ্টা ভোট গণনা শেষে ভারতের নির্বাচন কমিশনের ফল বলছে, সরকার গঠনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
ভোটের প্রচারে বার বার মোদির মুখে ‘৪০০ পার’ স্লোগান শোনা গেছে আর মোদি-অমিত শাহ দাবি করেছিলেন, বিজেপি একাই ৩৭০ আসন পেরিয়ে যাবে। তবে সে আশার স্বপ্ন ভেঙে গেছে।
সর্বশেষ প্রকাশিত ফলে দেখা গেছে, মোদির দল বিজেপি ঠেকে গেছে ২৪১ আসনে। তবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯১ আসন। অন্যদিকে কংগ্রেস ১০০ আসনে জিতেছে। কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইনডিয়া জিতেছে ২৩২ আসনে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ভারতের ক্ষমতায় তৃতীয়বারের মতো বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। তবে এবার আর একার শাসন নয়, গঠন করতে হবে জোট সরকার। আর সেজন্য মোদিকে এনডিএর মিত্র চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমারের কাছে ধর্না দিতেই হচ্ছে।
ভোটে অন্ধ্রপ্রদেশের নাইডু বাবুর তেলেগু দেশম পার্টি (টিডিপি) ১৬ আসনে এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ ১২ আসনে জিতেছে। মূলত এখন কিংমেকার হিসেবে আবির্ভূত হয়েছে নীতীশ ও নাইডু।
ভোটের ফল বিশ্লেষণে দেখা যায়, বিজেপি পেয়েছে ২৪১ আসন, যা সরকার গঠনের ম্যাজিক নম্বর থেকে ৩১ কম। আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৯৪ আসন পেয়েছে অর্থাৎ, ম্যাজিক নম্বরের চেয়ে ২২ আসন বেশি।
অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইনডিয়া জোট ২৩২ আসন পেয়েছে। তাদের ঘাটতি ৪০ আসন। কংগ্রেস যদি সরকার গঠনের চেষ্টা চালায়, তবে নীতীশ ও নাইডুসহ স্বতন্ত্র কয়েকজনকে টানলেই হয়ে যাবে।
বিপরিতে, সরকার গঠন করতে হলে যেকোনো মূল্যে নাইডু-নীতীশকে জোটে রাখতেই হবে বিজেপির। যদিও ওই দুই নেতারই অতীতে একাধিকবার এনডিএ ছেড়ে যাওয়ার ও ফিরে আসার ইতিহাস রয়েছে।
তাই মোদি বিজয় ভাষণে বিজেপি নয়, জোর দিলেন এনডিএ জোটে। মোদি বলেন, তৃতীয় মেয়াদে এনডিএ সরকার গঠন নিশ্চিত। জনগণ পূর্ণ বিশ্বাস রেখেছে বিজেপি ও এনডিএর ওপর। এনডিএর জয় ‘গণতন্ত্রে’র জয়।
বিপ্লব কুমার দাস