

- পীরগাছায়,ছাওলা ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ-
- শাহ মোঃ জাহিদ হোসেন রংপুর জেলা প্রতিনিধি –
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা কর্মসূচি ভিডব্লিউবি এর চাল দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য প্রতিমাসে প্রত্যেক কার্ডধারীদের ৩০ কেজি করে চাল বিতরণ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে রংপুরের পীরগাছায় ছাওলা ইউনিয়নে ১১ ই জুন মঙ্গলবার সকাল ১১টায় ভিডব্লিউবি কার্ডধারীদের চাল বিতরণ করা হয়েছে।
ছাওলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজির হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার সকালে ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩৭০ জন দরিদ্র ও অসহায় কার্ডধারী মাঝে মে মাসের বরাদ্দকৃত ভিডব্লিউবি চাল বিতরণ করা হয়। এতে উপকারভোগী প্রত্যেককে ৩০ কেজি করে চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাওলা ইউনিয়ন পরিষদের ইউপি সচিব,পলাশ কুমার চৌধুরী , ইউপি সদস্য শফিকুল ইসলাম,ছাওলা ইউনিয়নের উদ্দ্যোক্তা মোঃ জিয়াউর রহমান,ফিল্ট টেইনার রবিউল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।