

এমপি আনার হত্যাই ফুরসন্দী ইউনিয়নের মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি মোঃ আতিকুর রহমান
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ঝিনাইদহ-৪ আসন থেকে ৩ বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য | আনারুল আজিম (আনার ) কে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু বিচার পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন | বুধবার বেলা ১০ টাই ১৩ নং ফুরসন্দী ইউনিয়নের টিকারি হাই স্কুলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় | মানববন্ধনে উপস্থিত ছিলেন ফুরসন্দী ইউনিয়নের তিন তিনবারের মতো নির্বাচিত চেয়ারম্যান মোঃ শহীদ সিকদার এছাড়া অন্যান্য নেতা কর্মী |
আরো উপস্থিত ছিলেন ফুরসন্দী ইউনিয়নের সকল গ্রামের মানুষ | বক্তারা সংসদ সদস্য আনার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। সেইসঙ্গে হত্যার পেছনে যারা জড়িত তাদেরও শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তারা। হত্যার মূল পরিকল্পনাকারী যারা বিদেশে পালিয়ে গেছেন তাদের দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন।
সেইসঙ্গে নিহতের দেহাবশেষ উদ্ধার করে দেশে আনতে সরকারের সহযোগিতা চান তিনি।
ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। গত ১১ মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান। প্রথমে কলকাতার বরাহনগরে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। কিন্তু সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হন।
এরপর স্থানীয় থানায় জিডি করেন গোপাল বিশ্বাস। তদন্ত শুরু হয় দুই দেশে। ২২ মে সকালে ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসে, নিউ টাউনের এক বাড়িতে খুন হয়েছেন আনার।
এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতীয় পুলিশের দেওয়া তথ্যে বাংলাদেশে তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেও নেওয়া হয়। ওই তিনজন হলেন- আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া (৫৬), তানভীর ভুঁইয়া (৩০) ও সেলেস্টি রহমান (২২)।
এ ছাড়া মঙ্গলবার যশোর থেকে সাইফুল আলম মোল্লা মেম্বার নামে আরেকজনকে আটক করে ডিবি। তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা খুলনার শিমুল ভুঁইয়ার সহযোগী বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ বলছে, এমপি আনার হত্যার ‘হোতা’ তার বাল্যবন্ধু ও ঝিনাইদহের যুক্তরাষ্ট্রপ্রবাসী আখতারুজ্জামান ওরফে শাহিন মিয়া। আর হত্যাকাণ্ডটি বাস্তবায়ন করেছেন চরমপন্থি নেতা আমানুল্লা ওরফে শিমুল। আনার কলকাতায় যাওয়ার পরদিন বৈঠক করার জন্য নিউ টাউনে আখতারুজ্জামান শাহীনের ভাড়া বাসায় যান। সেখানেই আসামিরা তাকে হত্যা করে।