রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
বাগমারায় ঈদকে সামনে রেখে নড়েচড়ে বসেছে মাদক ব্যবসায়ীরা
/ ২২৪ Time View
Update : শনিবার, ১৫ জুন, ২০২৪, ৮:৩২ পূর্বাহ্ন

বাগমারায় ঈদকে সামনে রেখে নড়েচড়ে বসেছে মাদক ব্যবসায়ীরা

বাগমারা(রাজশাহী)প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারায় চলছে কুরবানী ঈদের বেচাকেনা । আর একদিন পরেই ঈদ। ঈদকে সামনে রেখে রাজশাহীর বাগমারা সহ হাটগাঙ্গোপাড়ায় নড়েচড়ে বসেছে মাদক ব্যবসায়ীরা। ঈদে অধিক অর্থ আয়ের আশায় প্রতিদিনই বাগমারায় নানা সু-কৌশলে বিক্রি হচ্ছে মাদক বিকিকিনি।

যদিও প্রতিদিনই বাগমারা এলাকাজুড়ে প্রশাসনের নিয়মিত মাদক বিরোধী অভিযানের বিভিন্ন মাদক সেবনকারী যেমন ইয়াবা, গাজা, ফেন্সিডিল, দেশীয় চোলাই মদ জব্দের পাশাপাশি আসামী গ্রেফতার হলেও দিনের আলোর মতো ঝকঝকে মাদক বিক্রির উপজেলা হিসাবে বাগমারা এখনো গড়ে উঠেছে।

বাগমারায় আইন-শৃঙ্খলা বাহিনী তথা পুলিশ, র‌্যাব, গোয়েন্দা শাখা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন গোপনসূত্র ও তথ্যপথ্যের ভিত্তিতে নিরালস প্রচেষ্ঠার মাধ্যম একটি পরিচ্ছন মাদকমুক্ত বাগমারা উপজেলা হিসাবে উপহার দেওয়ার জন্য নিরালস কাজ করে চললেও, আসন্ন ঈদকে ঘিরে বাগমারায় অভিনব পন্থায় আর সু-কৌশলে মাদকের বিকিকিনির নৈপথ্যে থাকা রাঘব-বোয়ালরা ধোয়াশায় থেকে মাদকের যোগানাদাতা হিসাবে কাজ করার দরুন সম্প্রতি বাগমারা উপজেলা জুড়ে দৌরত্ম্যে বৃদ্ধি পেয়েছে মাদক ব্যবসায়ীরা।

আইন শৃঙ্খলা বাহিনী উপজেলা জুড়ে অভিযান চালিয়ে ছোট খাটো মাদক বিক্রেতা বা সেবককারীকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে, কয়েকদিন কারা ভোগ করে পুর্ণরায় তারা পূর্বের আশ্রয়-প্রশয়দাতাদের দ্বারা সক্রিয় হয়ে লিপ্ত হচ্ছে মাদক বেচাকোনায়। প্রকৃতপক্ষে, আইনের ধরাছোয়ার বাইরে প্রকৃত মাদক যোগানদাতারা।

সম্প্রতি সময়ে উপজেলার, বঙ্গবন্ধু কমপ্লেক্স পিছনে, শিকদারী বাজার ,হাটগাঙ্গোপাড়া বাজার, সুজন পালাশা গ্রামের হিরোইন ব্যবসায়ী শাহিন, হাটখালগ্রাম বাজার, মুগাইপাড়া বাজার, উত্তরে একডালা মাঠ সংলগ্ন এলাকা, তাহেরপুর বাজার, মোহনগঙ্জ, মাদারীগঞ্জ বাজার, হুলিখালী বাজার, , শিববাড়ী, সোনাডাঙ্গা খালিশপুর, দৌলতপুর, সহ উপজেলা বিভিন্ন প্রত্যন্ত পাড়া- মহল্লার, গ্রামঞ্চলের অলিগতিতে সু-কৌশলে পূর্ব পরিকল্পিত পরিকল্পনা মাফিক সাপ্লাই হচ্ছে মাদক দ্রব্যাদি। সম্প্রতি সময়ে এসব এলাকায় সন্ধ্যার পর আনাগোনা দেখা যাচ্ছে নতুন নতুন মুখের। যাদের রাস্তার উপর মোটর সাইকেল নিয়ে দাড়িয়ে থাকতে দেখে। হঠাৎ আর ১/২ জন লোক তাদের সাথে দেখা করে, অতঃপর তারা আবার উধাও হয়ে যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ মাদক ব্যবসায়ীরা ঈদকে সামনে রেখে তাদের ব্যবসার ধরণ পাল্টে ফেলেছে। এলাকা ভিত্তিক গ্রুপ করে মাদক ব্যবসায় দ্রব্যাদি হস্তান্তর করার জন্য সংযোজন করা হচ্ছে উঠতি বয়সি যুবকদের। যাদের দেখে প্রশাসনের সন্দেহ হওয়ার কথা নয়। মাদক বিক্রেতার যোগানদাতা প্রভাবশালীদের সুধী সমাজের প্রশ্ন, এ সকল মাদক বিক্রেতাদের খুঁটির জোর কোথায়? কোন নৈপথ্যের অদৃশ্য ছায়ায় চলছে এই রমরমা ব্যবসা?

হাটখালগ্রাম বাজারে ব্যবসায়ী সেকেন্দার আলী ও আফসার আলী জানান, মাদক একটি সামাজিক ব্যাধি। ঈদকে সামনে রেখে মাদক ব্যবসার সাথে জড়িতরা প্রতিদিনই নতুন নতুন কৌশলে মাদককারবারীতে যুক্ত হচ্ছে। প্র্রশাসনের প্রতি উচিত এলাকায় যে বা যারা প্রকৃত মাদক ব্যবসার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা।

এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বর্তমান সরকারের মাদক বিরোধী জিরো ট্রলারেন্স বাস্তবায়নে পুলিশ অত্যন্ত তৎপর। মাদক ব্যবসায়ী যে কেউ হোক না কেউ, মাদকের ব্যাপারে কোন আপোষ নেই। মাদকের সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ও মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকাকে করা হবে মাদক শূন্য।

 

মোঃ সাইফুল ইসলাম

বাগমারা রাজশাহী প্রতিনিধি

০১৭২৭৮৬২১১১

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page