

শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন,সভাপতি সানি,সেক্রেটারি জনি।
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধঃ সজীব হোসেন।
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের শম্ভপুরা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ওয়াসির আহাম্মেদ(সানি)এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাকির হোসেন (জনি)।
রবিবার(১৬জুন)সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়,আগামী ১ বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের কমিটি দেওয়া হলো।
কমিটিতে সহ-সভাপতিঃ মো তরিকুল ইসলাম তুষার,মোহাম্মদ শিহাব সরকার আকাশ,আবির হোসেন, নাজমুল হাসান শিমন,আহাদুর রহমান অমিত,যুগ্ম সাধারণ সম্পাদকঃ হুসাইন নাঈম,ইকরাব আহমেদ,সাংগঠনিক সম্পাদকঃ মোঃ স্বপন,মোঃ আরাফাত,প্রচার সম্পাদক: মুস্তাফি বিল্লাহ দপ্তর সম্পাদক: আরিফ মিজি,সহ-সম্পাদক: অর্ণব আহাম্মেদ সাইফ নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির সভাপতি ওয়াসির আহাম্মেদ সানি বলেন,বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সোনারগাঁ উপজেলা শাখার শম্ভুপুরা ইউনিয়নের সভাপতি নির্বাচিত করায় নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত ও উপজেলা ছাত্রলীগের সভাপতি- সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে নিষ্ঠার সাথে ছাত্রলীগের নীতি-নৈতিকতা মেনে চলবো।