

চকরিয়ায় লেগুনার সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত।
এইচ.এম বাবলু হাসান
চকরিয়া-কক্সবাজার
১৮ জুন, ২০২৪, ৬:৩০
কক্সবাজার জেলার চকরিয়ায় মোটরসাইকেলের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত। এসময় মোটর সাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ১৮ই জুন, দুপুর ১ টার দিকে শেখ হাসিনা বানৌজা সড়কের বরইতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেল চালক মোহাম্মদ তাইয়েব (২৮) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া পেন্ডাইর পাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে। আহতরা হলেন- পদুয়া পেন্ডাইর পাড়া এলাকার মো. শাওন (২৫) ও বরইতলী ইউনিয়নের মো. রাকিব (২৪)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, দুপুরে বানৌজা শেখ হাসিনা সড়কের মগনামা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লেগুনা গাড়ির সঙ্গে বরইতলী বুড়ির দোকান এলাকায় বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক মো. তাইয়েব ঘটনাস্থলে মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।