

ঈদের দ্বিতীয় দিন বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়
রিপোর্টার :মো:হাসিবুল ইসলাম… বরিশাল,বাংলাদেশ
কোরবানির মাংস কাটা-রান্নাসহ নানা কারণে ঈদের দিন ঘর থেকে বের হয়নি বরিশালবাসী। যার কারণে বিনোদন কেন্দ্রগুলোতে তেমন একটা ভিড় ছিল না।
তবে ঈদের দ্বিতীয় দিন অনেকেই ঘুরতে বের হওয়ায় নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে দর্শনার্থীদের ভিড়।
মঙ্গলবার (১৮ জুন) ঈদুল আজহার দ্বিতীয় দিন বিকেলে বরিশালে বেলস পার্ক, ৩০ গোডাউন, মুক্তিযোদ্বা সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়।
সাধারণত কোরবানির ঈদের দিন সকাল বেলা কোরবানির পশুর মাংস কাটাকাটি ও বিকেলে রান্না-বান্না, খাওয়া-দাওয়া করে মানুষ ক্লান্ত থাকে। যে কারণে ওইদিন মানুষ তেমন একটা ঘর থেকে বের হয় না
তবে ঈদের দ্বিতীয় দিন তেমন কাজ না থাকায় মানুষ পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হন। যার কারণে আজ ঈদের দিনের তুলনায় বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনা
পরিবার নিয়ে বাংলাবাজার থেকে বেলস পার্ক জাদুঘরে ঘুরতে এসেছেন ব্যবসায়ী রাসেল। তিনি 24hrstv কে বলেন, গতকাল মাংস কাটাকাটি করে আর বের হওয়ার সময় পাইনি। তাই আজ স্ত্রী, শ্যালিকা ও ছেলে-মেয়েদের নিয়ে ঘুরতে বের হয়েছি। সামরিক জাদুঘরে আগে আসা হয়নি। তাই এ ঈদে এখানে ঘুরতে এসেছি।
ঈদের ছুটিতে ঢাকা থেকে বরিশাল আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন ব্যাংকার শাকিল। ঈদের দিন ছোট ছেলে ও স্ত্রীকে নিয়ে ৩০ গোডাউন ঘুরেছেন। আজ এসেছেন বেলস পার্ক । তিনি বলেন, আগে কখন ও বেলস পার্ক আসিনি। তাই দুই ছেলেকে ঘুরাতে নিয়ে এসেছি।
ন সবুজের সমারোহে কেউ বসে গল্প করছেন, কেউ ছবি তুলছেন। তেমনই একজন ওর্থ ইসলাম। বান্ধবীদের নিয়ে মুক্তিযোদ্ধা পার্ক ঘুরতে এসেছেন তিনি। ওর্থ 24hrstv কে বলেন, ঘরের কাছে এ জায়গাটি খুবই সুন্দর। গাছপালায় ভরা। প্রতিবছরই ঈদের সময় বান্ধবীদের নিয়ে এখানে ঘুরতে আসি। খুবই ভালো লাগছে।
বেলস পার্ক পেয়ারা বিক্রি করেন রাশেদ। তিনি বলেন, গতকাল তেমন মানুষ ঘুরতে আসেনি। আজ সকালেও একেবারে ফাঁকা ছিল। তবে বিকেলে অনেকে এসেছেন এখানে ঘুরতে।