পনের কেজি বোয়াল মাছ


পনের কেজি বোয়াল মাছ
ঠাকুরগাঁও টাঙ্গন নদীর পনের কেজি তিনশত গ্রাম ওজনের বোয়াল মাছ আজকে সাগুনী ব্রীজ এর কাছাকাছি এলাকায় ধরা পড়ে। দেখা যায়, বিশালাকায় এই বোয়াল মাছটির পেটে কয়েক লক্ষ ডিম ছিল। খুব সম্ভব সে ডিম ছাড়ার জন্য উপযুক্ত কোন জায়গা খুঁজতে গিয়ে জেলেদের হাতে ধরা পড়ে যায়। সেই সাথে তার পেটে থাকা কয়েক লক্ষ বোয়াল মাছে বাচ্চার ভ্রুণ নষ্ট হয়ে যায়। যার ফলে কয়েক প্রজন্ম এমন বোয়াল মাছ চোখে দেখার সম্ভাবনা বিনষ্ট হয়ে গেল!!! মাছের সাইজ বলছে, মাছটি অতি গভীর পানির মাছ এবং তার বয়স কমপক্ষে আট-দশ বছর কিংবা তার উপরে হবে। মাছটি কেজি প্রতি আঠারশত টাকা বিক্রি করা হয়েছে।
প্রতিনিধি মো: নাইয়ুম ইসলাম, ঠাকুরগাঁও
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category