

নিউজ: কুষ্টিয়ায় সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন
খোকসা, কুষ্টিয়া:
তারিখ: ২৩.০৬.২৪ ইং
এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন রবিবার বেলা ১১টায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা খোকসা বাসস্ট্যান্ডে ঘন্টা ব্যাপি এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচিতে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি পুলক সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাই টিভি প্রতিনিধি লিপু খন্দকার, নয়া দিগন্ত পত্রিকার সোহাগ মাহমুদ, বিজয় টিভির তানভীর লিটন, কালবেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, চ্যানেল এস’র মোকাররম হোসেন সাবু, ভোরের কাগজের সাইদুল ইসলাম প্রবিন, সাংবাদিক নোবাজ্জেল হোসেন, শামিম খাঁনসহ অনেকেই। এসময় খোকসা উপজেলার সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।