

আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে রাসেল উদ্দিনের নেতৃত্বে চমকপ্রদ শোডাউন।
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ সজীব হোসেন।
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এ আলোচনা সভা ও পরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে র্যালী অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সোনারগাঁয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা সফল করতে নারায়ণগঞ্জ-৩ সাংসদ সদস্য জননেতা আলহাজ্ব আবদুল্লাহ্ আল কায়সার হাসনাতের নেতৃত্বে,উপজেলার আওয়ামী লীগের সদস্য ও শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা মোঃ রাসেল উদ্দিনের চমকপ্রদ শোডাউন।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ হাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদ বাদল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
আলোচনা সভা শেষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এক বিশাল র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।