

জয়পুরহাটে (এসো) কর্তৃক সফল উদ্যোক্তা সম্মাননা ২০২৪ অনুষ্ঠিত।
রাশেদ ইসলাম, জজয়পুরহাট:
“এহেড সোশ্যাল অর্গানাইজেশন” (এসো) পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পি কে এস এফ); এর আর্থিক সহযোগিতায় জয়পুরহাট সহ দেশের কয়েকটি জেলায় বেশ সুনামের সঙ্গে সামাজিক, কৃষি, মৎস্য,শিক্ষা,চিকিৎসা, সহ ঋণদান কার্যক্রম পরিচালনা করে আসছেন। “এসো” একটি আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা যা সমন্বিত কৃষি ইউনিটের (মৎস্য খাত);এর আওতায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় জয়পুরহাট বাঘপাড়া সমন্বিত কৃষি ইউনিট এর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তব্য প্রদান করেন, এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো)র” নির্বাহী পরিচালক মোঃ মতিনুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, ক্ষেতলাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ চন্দ্র রায়। ক্ষেতলাল উপজেলা মৎস্য অফিসার মোঃ কামরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন, এসোর সমন্বিত ইউনিটের কৃষি কর্মকর্তা কৃষিবিদ সলিল কুমার চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ সাব্বির হোসেন,মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হাসান সহ ট্রাইকো কম্পোস্ট উৎপাদনে উদ্যোক্তা মোছা: শামীমা বেগম, রেডি টু ইট মৎস্য পণ্য উৎপাদন ও বিপণনে উদ্যোক্তা শ্রী অনুকুল সরকার, প্রাণিসম্পদ পণ্য বিক্রয় কেন্দ্র স্থাপনে উদ্যোক্তা মোঃ আহসান হাবিব সহ বিভিন্ন এলাকা থেকে আসা উদ্যোক্তা মহল সহ এসোর কর্মকর্তা কর্মচারীবৃন্দু। এ সময় অতিথিদের উপস্থিতিতে সফল উদ্যোক্তা সম্মাননা ২০২৪ এ ছয় জনকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থের চেক প্রদান করা হয়।