

সাতক্ষীরা বন্ধুসভার ঈদের পরবর্তী মিলন মেলা
স্টাফ রিপোর্টার:
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
গান-আড্ডায় ঈদের পরবর্তী মিলন মেলা করেছে সাতক্ষীরা বন্ধুসভা। ২৯ জুন শুক্রবার বিকেলে সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভার অফিসে কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
পরিচয় পর্বের পর একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বন্ধুরা। কয়েকজন নতুন বন্ধুও যুক্ত হন, যা ঈদের আড্ডায় আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। একজন একজন করে সবাই ঈদ নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।
পরবর্তী সময়ে গৃহীত হয় সাংগঠনিক বেশ কিছু সিদ্ধান্ত, যার মধ্যে রয়েছে জুলাইয়ের জিপিএ-৫ সংবর্ধনা,বৃক্ষ রোপন কর্মসূচি,প্রাণ সায়ের খাল পরিষ্কার।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা জাহিদা জাহান মৌ,উপদেষ্টা রাশিদুল ইসলাম, সভাপতি কর্ণ বিশ্বাস কেডি,সাধারণ সম্পাদক ইমরুল হাসান তুহিন,যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মোকাররাম বিল্লাহ ইমন,কার্যকরী সদস্য মো. গোলাম হোসেন, ম্যাগাজিন সম্পাদক রুহুল আমিন ময়না, সাংস্কৃতিক সম্পাদক সোমা রানী বৈদ্য, সংগঠনিক সম্পাদক মো. আবু তাহের,পরিবেশ ও সমাজ বিষয়ক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, ও সদস্য পদে মাহবুবুর রহমান,হাফিজা আফরোজ,জিএম আবু জাফর, উম্মে ফাতেমা উর্মি,প্রনব মন্ডল, সুকান্ত দাশ,তরুন কুমার, নির্মল গাইন, রিমা সুলতানা,জান্নাতুল ফেরদৌস,
সিরাজুস মনিরা, শারমিন সুলতানা,মিরাজ, হৃদয় আজাদ নিধি, জান্নাত আলম,ইত্তেবা রহমান, রুফাইয়া রহমান, জাকির আলম, আবু বকর সিদ্দিকী, স্বপন দাস,আতিকুজ্জামানসহ অন্য বন্ধুরা।