

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার।
এইচ.এম বাবলু হাসান
চকরিয়া -কক্সবাজার (১২:৪৫)
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পুর্ব কাকারা বাদশাহর টেক নামক স্থানের স্হায়ী বাসিন্দা মোঃ রুবেলের সহধর্মিণী জন্নাতুল ফেরদৌস নামের এক গৃহবধূর। আম গাছের সাথে গলায় উড়না পেছানো ঝুলন্ত লাশ পাওয়া যায়। আনুমানিক সকাল ৭ টার সময়, স্থানীয় রাখালরা গরু নিয়ে পাহাড়ে চড়াতে গেলে, উক্ত লাশ দেখতে পেয়ে।স্থানীয় জনপ্রতিনিধি কে খবর দে। স্থানীয় সুত্র ও পারিবারিক সুত্রে জানা যায়, গৃহবধূ ফেরদৌস প্রায় সময় গরু নিয়ে পাহাড়ে যেত বিকেলে ফিরে আসতো। পরিবারের দাবি গত কাল সকাল ১১ টায় গরু নিয়ে পাহাড়ে আসার পর থেকে কোন খুঁজ খবর নেই। বিকেলে গরু বাড়িতে ফিরে আসলে ও গৃহবধূ ফিরে না আসাতে শঙ্কা তৈরী হয়। সারারাত খোঁজাখুঁজি করে ও পাওয়া না গেলে।আজ (শনিবার) স্থানীয় রাখালরা ঝুলন্ত লাশ দেখে খবর দিলে।লাশ সনাক্ত করে পরিবারের লোকজন এসে। স্থানীয় সুত্রে আর ও জানা যায়, কাকারা মানিকপুর সড়কের উক্ত জায়গাটি অপরাধের স্বর্গ রাজ্য।প্রতিনিয়ত উক্ত সড়কে ডাকাতি, চুরি, ছিনতাই, জুয়া, পতিতাবৃত্তি ও মাদকের আখড়া বসে। কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনের কড়া পাহারা থাকলে প্রতি রাতে উক্ত জায়গাতে অপরাধ সংঘটিত হয়। স্থানীয়দের দাবি এই সড়কে চিরুনি অভিযান ও দাগী আসামী ও অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করলে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।
চকরিয়া থানার সুত্রে জানা যায়, এখনো কোন মামলা করা হয় নাই, লাশ সুরতহাল রিপোর্ট শেষ করে, ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যা না আত্মহত্যা তদন্ত পূর্বক বাহির করে অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।