

সন্দ্বীপে কোস্ট গার্ডের ওপর হামলা আহত ৪ সদস্য
মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম
সাগরে চলছে ৬৫ দিনের নিষেধাজ্ঞা , ২০ মে থেকে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঘোষিত এই নিষেধাজ্ঞা চলবে ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত।
নিষেধাজ্ঞা অমান্য জাটকা ইলিশ ধরার অভিযানে মঙ্গলবার সন্ধ্যা ৭ টা কোস্ট গার্ডের ৪ সদস্যদের একটি প্লাটুন উপজেলার পন্ডিতের হাটে অভিযান পরিচালনা করে কয়েকজন মাছ ব্যবসায়ী থেকে জাটকা ইলিশ জব্দ করে।
এই সময় মাছ ব্যবসায়ী ও জেলেরা কোস্টগার্ড থেকে মাছ নিয়ে নেন। কোস্ট গার্ড আত্মরক্ষার জন্য লাঠি দিয়ে কয়েকজন জোট ভঙ্গ করার চেষ্টা করলে মাছ ব্যবসায়ী ও জেলেরা কোস্টগার্ডের উপর হামলা করে মাছ ছিনিয়ে নিলে পুরো বাজার জুড়ে হৈ চৈ শুরু হয়।
এই সময় ক্রেতা ও বিক্রেতা অনেকে আতংকে বাজার ত্যাগ করে। কোস্ট গার্ডের ৪ সদস্যকে বাজারের একটি ফার্মেসীতে নিয়ে যান।সন্দ্বীপ থানা থেকে মাত্র ১৫শ মিটার দুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সন্দ্বীপ থানা থেকে এক প্লাটুন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সর্বশেষ কিছুক্ষণ পর সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা পন্ডিতের হাটে ঘটনাস্থলে পরিদর্শন করে।
মাছ ব্যবসায়ী ও উপস্থিত বাজারের জন সাধারণের কথা শুনে তাজুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীকে থানায় নিয়ে জিজ্ঞাসা বাদ করে ছেড়ে দেন।