

বৈষম্য নিপাত যাক পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক
স্লোগান কে সামনে নিয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ সদর দপ্তরে কর্মকর্তা, কর্মচারীদের, অনিদিষ্ট কালের কর্মবিরতি সমাবেশ চলছে।
সাবিবর হাসান স্টাফ রিপোর্টারঃ
মাননীয় প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুনগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে BREB-PBS একীভূতকরণ মিটার-রিডার কাম মেসেঞ্জার, চুক্তি ভিত্তিক হইতে, মুক্তি চাই,নিয়মিত করন চাকুরী
সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক/ অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করনের দাবিতে
কর্মবিরতি (বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরী গ্রাহক সেবা সচল রেখে দাবী আদায়ে না হওয়া পর্যন্ত চলতে থাকবে এমনটাই দাবি নিয়ে চলছে কর্মবিরতি সমাবেশ।