শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
Headline
নড়িয়া থানা ছাত্রদলের ইটপাটকেলের হামলায় পুলিশ সদস্য আহত কুমিল্লা চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার। আটক-৩ মরহুম দুলাল পুত্রের লেখাপড়ার দায়িত্ব নিলেন ‎সৈয়দ হারুন ফাউন্ডেশন জামালগঞ্জে “ডেভিল হান্ট” অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার ডুমুরিয়ায় তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে ব্যক্তি গ্রেফতার, ভিকটিম চিকিৎসাধীন মাটিরাঙ্গায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন নরসিংদীতে মুক্তিপনের টাকা না পেয়ে এক যুবক কে খুন বাগেরহাটে বানিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন সরাইলে ডাকাতি ঠেকাতে উদ্যোগ নেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়েছে ডাকাতদল সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস উদ্ধার
Headline
Wellcome to our website...
প্রসঙ্গ ইউনূস সরকারের ধীর গতি বনাম দেশ ভয়াবহ বিপদের দিকে এগিয়ে যাচ্ছে।
/ ৫৫ Time View
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন

প্রসঙ্গ ইউনূস সরকারের ধীর গতি বনাম দেশ ভয়াবহ বিপদের দিকে এগিয়ে যাচ্ছে।

অথই নূরুল আমিন

দেশের ছাত্র জনতা সমর্থনকারী সরকার ড. মুহাম্মদ ইউনূস তারপর অন‍্য উপদেষ্টাগণেরা হলেন দেশের সুশীল গণ।
৮ আগষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহনের মধ‍্য দিয়ে চলমান নতুন সরকারের পথ চলা শুরু। কিন্তু এ দেশের সুশীল সমাজের প্রতি জন মানুষের কোনো আস্থা নেই। তার কারণ হলো আমাদের দেশের সুশীল গণেরা বিভিন্ন মতের বুদ্ধিজীবী বলে জন মানুষের কাছে প্রমাণ রয়েছে।

আজকে আপনার নেতৃত্বে দেশ চলছে। এর আগে যারা ছিল। তাদেরকে জনগণ ঘৃণা ভরে প্রত‍্যাখান করেছে। একজন রাষ্ট্র নায়কের বিরুদ্ধে জনগণের কখন ঘৃণার জন্ম হয়? তার অনেক গুলো কারণ এক হলে। এবং অনেকগুলো জনবিরোধী কাজ এক হলে তারপর। বাঙালি জাতির পক্ষ থেকে একাত্তরের পূর্বে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীকে ঘৃণা ভরে প্রত‍্যাখান করা হয়েছিল। তার কারণ গুলো সবার জানা।
তারপর বঙ্গবন্ধুকে হত‍্যার করার পরে দেশের একটি বড়ো অংশ মেজর জিয়াউর রহমানের নেতৃত্বকে বরণ করে নিয়েছিল । মেজর জিয়াউর রহমানকে হত‍্যা করার পর। জেনারেল এরশাদ ক্ষমতা দখল করে নেয়। সেখানে ও দেশের বড়ো একটি অংশ জেনারেল এরশাদের সাথে সখ‍্যতা গড়ে তুলেছিল ।

জেনারেল এরশাদের পতনের পর। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে। তারপর ১৯৯৬ সনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে। এবং পাঁচ বছর বিচ্ছিন্ন রাষ্ট্র পরিচালনার কারণে ২০০১ এ আওয়ামী লীগের ভরাডুবি হয়।সেদিনও আওয়ামী লীগকে দেশের মানুষ ঘৃণা ভরে প্রত‍্যাখান করেছিল। আবার বিএনপি ক্ষমতায় আসে। এবং বেগম খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হন।

২০০১ থেকে অগোছালো রাষ্ট্র পরিচালনা করার ফলে জনগণ বিএনপির প্রতি ক্ষুব্ধ হতে থাকে। তারপর হঠাৎ একদিন ওয়ান ইলেভেন হয়ে গেলো। সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দিনের নেতৃত্বে দেশ চলতে থাকলো। কিন্তু সেনা শাসিত ফখরুদ্দিন সরকার জনগণের মন জয় করতে পারলেন না । পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে পারলেন না। তখন জনগণের তুমুল ছাপে তড়িঘড়ি নির্বাচন দিলেন। তারপর আওয়ামী লীগ বিজয়ী হলো।

আওয়ামী লীগ বিজয়ী হওয়ার পর ফখরুদ্দিন সরকারের সয়ং ফখরুদ্দিন সহ অনেকেই বিদেশে পাড়ি জমালেন। কারণ তারা অনেকেই জনগণের কাছে বিতর্কিত হয়ে যান। এমনকি তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ ও দেশ ছেড়ে চলে যান । অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূস সাহেবকে নিয়ে চিন্তায় আছি। এই ছোট ছোট ছেলে মেয়েরা অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের সংগঠনের কিছু জনের সমর্থনে আজকে আপনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান।

আপনি সরকার প্রধান হওয়ার পর দেশের ৮০ ভাগ জনগণ আজকে আপনাকে সমর্থন করে যাচ্ছে। এখানে রয়েছে বেশ কিছু রাজনৈতিক দল। যেমন জামায়াত বিএনপি জাতীয় পার্টি হেফাজত সহ আরো বেশ কিছু ছোট ছোট রাজনৈতিক দল। এই দল গুলো আজকের সরকারকে সমর্থন দেয়ার ফলে দেশের প্রায় সবাই সমর্থন দিয়েছে। আপনি দেশের সরকার প্রধান হওয়ার ফলে আপনারও দায়িত্ব বেড়ে গেছে অনেক।
1. দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ।
2. সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনা।
3. পণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ‍্যে রাখা।
4. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কারীদের চাকরি। অথবা আত্ম কর্মসংস্থানের ব‍্যবস্থা করা।
5. দেশের অর্থনৈতিক সচ্ছল রাখা।
6. দেশের খেটে খাওয়া জনগণের জন‍্য কর্ম সৃষ্টি সহ নানাবিধ দায়িত্ব কর্তব্য আজকে আপনার কাছে।
এগুলো কাছে এগিয়ে যেতে পারলেই আপনি সফল। এখানে তোষামোদকারী গণ প্রবেশ করে যদি উল্টা পাল্টা কাজ শুরু করে দেয়। তাহলে আপনার সফল হওয়া নচেৎ হবে। আর উল্টা পাল্টা কিছু হলে আপনার সুনাম ও ধূলিসাৎ হবে। আপনি সহ সকল উপদেষ্টা গণ বাঙালিকে সেই পূর্বের ন‍্যায় হাইকোর্ট দেখাচ্ছেন। এটা সময় লাগবে সেটা সময় লাগবে।
তবে যাই করুন না কেন। জন মনে জনরোষের সৃষ্টি যেন না হয়। সকল উপদেষ্টাগণ এরকম একটি বিষয় মাথায় রাখবেন। মনে রাখবেন বাঙালি জাতির চরিত্র কিন্তু ভিন্ন। তাদের হাইকোর্ট ও চেনা আছে আর প্রকট পন্ডিতিও জানা আছে। মনে রাখবেন ভুলেও বাঙালির সরলতা নিয়ে খেলা করবেন না।

অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাষ্ট্র বিজ্ঞানী
২১/ ০৮/ ২০২৪

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page