এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজা এলাকায় ১৯৩ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-১১ ও সিপিসি-১ এর সদস্যরা।
সোমবার (২১ এপ্রিল) ভোরে জেলার দাউদকান্দি উপজেলার টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করে র্যাব সদস্যরা।
আটককৃত আসামি আব্দুল হালিম (২৮) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার আবুল কাশেমের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে
সোমবার ভোর রাতে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯৩ বোতল ফেনসিডিল, ৩ কেজি গাঁজা'সহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১ ও সিপিসি-১ এর কোম্পানি অধিনায়ক জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী কুমিল্লা থেকে একটি বিশেষ কৌশলে করে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ১৯৩ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজা আনায়ন করে নিজ হেফাজতে রেখেছিল। এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব ১১, সদর কোম্পানি সিপিসি-১ নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল উক্ত অভিযুক্তকে বর্ণিত আলামত'সহ গ্রেফতার করেন।
আটককৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার দাউদকান্দি দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন