
আমরা চাই সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক। দুর্গাপূজার মন্দির পরিদর্শন শেষে বললেন জেলা আমির রুহুল আমিন ।
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির এ্যাডঃরুহুল আমিন বলেছেন,
হিন্দু সম্প্রদায়ের সবাই এ দেশের নাগরিক। আমরা চাই সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক।হিন্দু সম্প্রদায়ের মানুষকে সংখ্যালগু বলা যাবে না তারাও এদেশের নাগরিক সবচেয়ে বড় কথা আমরা সবাই মানুষ।একজন মানুষ হয়ে আরজন মানুষকে আমরা কেন ছোট করে দেখবো। বাংলাদেশ জামায়াত ইসলাম আপনাদের পাশে আছে এবং সব সময় থাকবে। যাতে করে কোনো দুষ্কৃতকারী, চক্রান্তকারী কিংবা কোন দলের গুণ্ডাবাহিনী আপনাদের কোন ক্ষতি করতে না পারে সে জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের ভায়েরা সব সময় আপনাদের পাশে আছে। বৃহস্পতিবার
বিকাল সাড়ে ৪টার সময় দুর্গাপূজা উপলক্ষে জীবননগর উপজেলার সমস্থ মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, দুর্গাপূজার সময়ে এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে মণ্ডপে গিয়ে খোঁজ খবর রাখবে এবং হিন্দু ভাইদের সহযোগিতা করবে। আমরা চাই সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক।
এ সময় উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ সাজেদুর রহমান,সেক্রেটারি সাখাওয়াত হোসেন,সীমান্ত ইউনিয়ন আমির মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি আলাউদ্দিন, জামাল উদ্দিন।##
মোঃ মিঠুন মাহমুদ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
