
কুমিল্লায় র্যাবের অভিযানে ১৬,৮২০ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা সদরের বাশমঙ্গল এলাকা থেকে ১৬,৮২০ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার সদর উপজেলার বাশমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব সদস্যরা।
আটককৃত আসামী মোঃ নাজমুল হাসান (২৫) জেলার বুড়িচং উপজেলার আনন্দপুর গ্রামের মোঃ সিরাজ মিয়ার ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে র্যাব-১১, সিপিসি-২ একটি আভিযানিক দল জেলার সদর উপজেলা উপজেলার বাশমঙ্গল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬৮২০ পিছ টাপেন্টাডল ট্যাবলেটসহ নাজমুল হাসান নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে। এসময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে র্যাব সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাসুদুল হক জানান, আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি অটোরিক্সাটি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লা জেলা’সহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দাের শেষে বৃহস্পতিবার রাতে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
