
চাঁদা দিতে অস্বীকার করায় অতর্কিত ভাবে মারপিট, সেনা ক্যাম্পে অভিযোগ
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদরের ভোমরায় চাঁদা দিতে অস্বীকার করায় ইউনিয়ন পরিষদে নিয়ে অতর্কিত ভাবে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে মারপিট করার অভিযোগ উঠেছে সাতক্ষীরা ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান ইস্রাফিল গাজীর বিরুদ্ধে।
এ ঘটনা বুধবার (২৩ অক্টোবর) রাতে সাতক্ষীরা সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন মেসার্স মিম ট্রেডার্সের স্বত্বাধিকারী ও খাদ্য ডিলার মোতালেব হোসেন পলাশ।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মেসার্স মিম ট্রেডার্স এর স্বত্বাধিকারী ও খাদ্য ডিলার মোতালেব হোসেন পলাশের কাছে ইউপি চেয়ারম্যান বুধবার ২৩ অক্টোবর সকাল ৯ টার দিকে ওএমএস এর চাউল বিতারণ কালে আসামীরা এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে না পারায় জোর পূর্বক ধরে নিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
এরপর চেয়ারম্যান নিজে তাকে অতর্কিত ভাবে মারপিট শুরু করে পরে লুৎফর রহমান মন্টু ও তার সহযোগী কালাম, দফাদার, গঙা দাশ, তরিকুল, জাকির, ফারুকসহ ৭ থেকে ৮জন লাঠি দ্বারা রুমে মেঝেতে ফেলে খুন করার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারপিট করে। সেখানে ডিলার চিৎকার করায় উপস্থিত স্থানীয় জনগন চেয়ারম্যানের রুম থেকে তাকে উদ্ধার করে। সেই অবস্থা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
এঘটনার বিষয়ে জানতে চাইলে মেসার্স মিম ট্রেডার্সের স্বত্বাধিকারী ও খাদ্য ডিলার মোতালেব হোসেন পলাশ বলেন, সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছিলাম। আসামীরা সকলে আওয়ামীলীগের দোষর নেতাকর্মী তৎকালীন সময়ে নিয়োগ প্রাপ্ত। ইস্রাফিল গাজীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়াও ২নং আসামী লুৎফর রহমান মন্টুর বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা। এলাকার সকল মাদক চোরাচালান মূল নিয়ন্ত্রন কারী। তারা আমার কাছ থেকে জোর করে ৩০০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
