
দাগনভূঞা স্কুল মার্কেটে চন্দ্রদ্বীপ ইলেকট্রনিক্স দোকানে আগুন! ক্ষতি ৩০ লক্ষ টাকা! থানা জিডি।
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা :
দাগনভূঞা স্কুল মার্কেটে চন্দ্রদ্বীপহ ইলেকট্রনিকস দোকানে আগুন লেগে ইলেকট্রনিক্স নামীয় ইলেকট্রনিক্সও ইলেকট্রনিক পণ্য পুড়ে যায়। ঘটনাটি ঘটেছে গতকাল রাত আনুমানিক ৩টায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা।
দোকানী ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাত ১০টায় দাগনভূঞা জিরো পয়েন্টস্থ আতাতুর্ক স্কুল মার্কেটের দ্বিতীয় তলা দোকান নংবি/০১ নম্বর দোকানের চন্দ্রদ্বীপ ইলেকট্রনিক্স নামীয় ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রনিক পণ্যের দোকানটি ব্যবসায়িক বেচাকেনা শেষে বন্ধ করে প্রতিদিনের মত সাটার লাগিয়ে দাগনভূঞা পৌরসভার ৮ নং ওয়ার্ড ফখরুল ইসলামের সন্তান দোকানী কামাল উদ্দিন বাড়িতে চলে যান। ১০ সেপ্টেম্বর রাত প্রায় ৩টায় মার্কেটের নাইট গার্ড সাহাব উদ্দিন তাকে ফোনে জানান, আপনার দোকানে ভিতর অগ্নিকান্ড ঘটেছে। গার্ডের সংবাদের প্রেক্ষিতে দ্রুত মার্কেটে এসে কামাল
সাটার খুলে স্থানীয় লোকজনের সহায়তা স্কুল মসজিদের অযুখানা টেপ হতে পানি নিয়ে সহযোগিতা দোকানের আগুন নিয়ন্ত্রণে আনেন।আগুনে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য পুড়ে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়।দাগনভূঞা থানা জিডি নং ৩৮৮ তা১০ সেপ্টেম্বর ২৪,। ঘটনার স্থল পরিদর্শন করেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা, দাগনভূঞা থানা অফির্সাস ইনচার্জ আবুল হাসিম।
