
“বৈষ্যম বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহতদের দেখতে-ডাঃ শফিকুর রহমান “
মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টাঃ বাংলাদেশ।
গত বৈষ্যম বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহতদের দেখতে সাভার সিআরপিতে দেখতে গিয়েছিলেন -বাংলাদেশ জামায়াতি ইসলামির আমির ডাঃ শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার ১৭ অক্টোবর রাত ৮টায় সম্মানিত আমীরে জামায়াত জননেতা জনাব ডা. শফিকুর রহমান বৈষ্যম বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহতদের দেখতে পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) সাভারে যান।
আন্দোলনে আহত এখানে ৪০ জনের মত রোগী চিকিৎসাধীন আছেন, আবার বাহির থেকে ৪০ জনের মত এখানে এসে চিকিৎসা নিচ্ছেন। এ সময় আমীরে জামায়াত সিআরপিতে চিকিৎসারত সকলের সার্বিক ভাবে খোজ-খবর নেন, এবং আহতরা যেন সকল ধরনের উন্নত চিকিৎসা পায় সে ব্যাপারে আমীরে জামায়াত সিআরপি কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। এবং মহান আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করেন, আল্লাহ তায়ালা যেন আহতদের দ্রুত শিফায়ে আজেলা কামেলা দান করেন।
আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চলের পরিচালক জনাব মোবারক হোসাইন এবং ঢাকা জেলা উত্তরের আমীর জনাব আফজাল হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দসহ আরো অনেকে ইত্যাদি।
