
ব্রাহ্মণপাড়া শশীদল রেলওয়ে স্টেশন থেকে ১১,৩৮,৭২০ লক্ষ টাকার ভারতীয় চোরাইমাল জব্দ
রিপোর্ট : মোশাররফ হোসেন নিলয়
আজ ১৩ /১২/২৪ ইং
সময়ঃ ৭:৩০ ঘটিকা।
স্থানঃ শশীদল রেলওয়ে স্টেশন , মেইন পিলার ২০৫৯/২ এস হতে আনু: ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ছামিউল ইসলাম এর নেতৃত্বে বিজিবি শশীদল টিম ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সহযোগিতায় প্রায় ১২ লক্ষ টাকার ভারতীয় চোরাইমাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বিজিবি শশীদল কমান্ডার এর জিম্মায় রাখা হয়েছে।
জব্দকৃত ভারতীয় মালামালসমূহ:
১। ভাঃ বাসমতি চাউল -১২০ কেজি × ৫০০/- =৬০,০০০/-
২। ভাঃ কালার কালেকশন বাজি- ৬৫০ পিচ ×৩০০/-=১,৯৫,০০০/-
৩। ভাঃ টেমপল রান বাজী-১৬ বক্স x ১০,০০০/-=১,৬০,০০০/-
৪। ভাঃ সুপ্রিম বিগ বাজি-৫৯০ বক্স × ১২০/-=৭০,৮০০/-
৫। ভাঃ জনশন বেবি লোশন- (100ml)-
৭২ পিচ×২৫০/-=১৮,০০০/-
৬। ভাঃ ফেন্সি চকলেট বাজি -৪,০৩২ পিচ× ৬০/-=২,৪১,৯২০/-
৭। ভাঃওয়াও স্টার ডান্স বাজি-৩০ বক্স × ১৩,০০০/- =৩,৯০,০০০/-
৮। ভাঃ ফুসকা-১০ প্যাক×৩০০/-=৩,০০০/-
মোট সিজার মুল্য = ১১,৩৮,৭২০/-
আসামীঃ নাই।
সিভিলঃ সোর্স।
