এই ছবি দেখে এটা স্পষ্ট – কোনো ভাবে আত্মহত্যা হতে পারে না।
এই ছবি দেখে এটা স্পষ্ট – কোনো ভাবে আত্মহত্যা হতে পারে না।
পায়ের দিকে লক্ষ করুন এবং চেয়ারটি দেখুন। একজন ফাশ নেওয়া মানুষ মৃত্যুর আগে হাত পা ছুড়াছুড়ি করবে।
চেয়ারটির দিকে লক্ষ করুন একদম সোজা, একটু ও বাঁকা নেই। কোন ব্যক্তি পা হালকা করে তুলে দিয়েছে চেয়ারের উপরে।
তারপর দেখুন- স্পষ্ট
লুঙ্গির দিকে খেয়াল করুন কেউ হাত দিয়ে গুছিয়ে দুই পায়ের মাজে গুজে দিয়েছে।
ঘাড়ের পজিশন আর পায়ের পজিশন একি সরল রেখায় আছে। মানে কেউ হালকা করে বডি মুভ করেছে।
এটি একটি ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যা। ১০০% এতে কোনো সন্দেহ নেই। ৷ কুষ্টিয়াকুমারখালী
খন্দকার সজীব আহমেদ রিপোর্টার (24hrstvbd)
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category