

কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেফতার -২
মোঃ আলীহোসেন স্টাফ রিপোর্টারঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর ইসলাম মমিন এবং লালমনিরহাট জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজার রহমান বুলেটকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ মার্চ) সন্ধায় তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় । তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।
জানা যায়, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে এ মামলাটি দায়ের করেন মুন্নার বাবা আব্দুল মজিদ।
উল্লেখ্য, এ মামলায় গত ২৮ জানুয়ারি রাতে নগরীর স্টেশন বাবুপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আল-আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।
এর আগে, একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক তাদের আটকের সত্যতা স্বীকার করে জানান, রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, এ মামলায় পলাতক আসামিদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।