কুমিল্লা চৌদ্দগ্রামে র্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক আটক
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা চৌদ্দগ্রামের চান্দুল এলাকায় র্যাবের অভিযানে শাহ নেওয়াজ নামে এক যুবককে ১ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ আটক করেছে।
শনিবার (১ জানুয়ারি) রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার চান্দুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
আটককৃত আসামি শাহ নেওয়াজ (২৫) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার গাজীপাড়া গ্রামের আব্দুল আমিনের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার চান্দুল এলাকায় র্যাব-১১ ও সিপিসি-২ এর একটি আভিধানিক দল অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ শাহ নেওয়াজ নামে এক যুবককে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, আটককৃত যুবক দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। আটককৃত আসামি শাহ নেওয়াজের বিরুদ্ধে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।