কুমিল্লা নগরীতে থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ আটক-৭
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে কুমিল্লা নগরীর কান্দিরপার টাউন হল মাঠে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ শরীফ (২০), পিতা-আব্দুর সামাদ, মাতা-মোসাঃ জোসনা বেগম, সাং-শাসনগাছা, মোঃ ফরহাদ হোসেন (২০), পিতা মৃত-দুলাল মিয়া, মাতা মৃত-রওশন আরা, সাং-রামপুর, জসিম উদ্দিন (২০), পিতা-মোঃ সুরুজ মিয়া, মাতা- মোসাঃ খুরশিদা বেগম, সাং- নিশ্চিন্তপুর, মোঃ আকাশ (২০), পিতা-কামাল হোসেন, মাতা- মোসাঃ রহিমা বেগম, সাং-অশোকতলা, মোঃ রবিউল (২১), পিতা মৃত আব্দুল করিম, মাতা-আমেনা বেগম, সাং-অরন্যপুর, সর্ব থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, মোঃ সবুজ আলী (২১), পিতা-রেসু মিয়া, সাং-ছালিয়াকান্দি, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, মোঃ বাবু সওদাগর (২৫), পিতা মৃত-মহন সওদাগর, মাতা- মোসাঃ চায়না, সাং-মদন গোপাল আঙ্গিনা, থানা-মধুপুর, জেলা-টাঙ্গাইল।
থানা পুলিশ সুত্রে জানা যায়, নগরীর কান্দিরপার টাউনহল মাঠের ভিতর পূর্ব পাশে দেশীয় অস্ত্রের মহড়া প্রদর্শন করে, জনমনে আতংকিত করে ভীতিকর অবস্থা সৃষ্টি করে। উক্ত সংবাদ কান্দিরপাড় পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর আমিনুল উল্লাহ মোবাইল ফোনে জানালে থানা এলাকায় ডিউটিরত মোবাইল-১ পার্টি এবং কান্দিরপাড় পুলিশ ফাঁড়ীর অতিরিক্ত পুলিশ অফিসার ও ফোর্সসহ ৯ জানুয়ারী রাত ৪ টা ৪০ মিনিটে কোতয়ালি মডেল থানাধীন কান্দিরপাড় সাকিনস্থ টাউন হল মাঠের ভিতর পূর্ব পার্শ্বে পৌছা মাত্র আসামীগন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জব্দকৃত অস্ত্রসহ ২ টি চাকু, ২ টি হাসুয়া,ষ্টীলের তৈরী মাথায় লোহার করাত, ১ টি কাচি, ৩টি মোবাইল ফোনের বেক কাভার, মানিব্যাগ,১ টি রেঞ্জ, পেপার কাটারসহ তাদেরকে আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।