

আবদুল্লাহ আল বিন জুবায়ের
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া মশানে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রশাসনের অবর্তমানে হত্যার চেষ্টা!
কুষ্টিয়া মশান বাজা রে পূর্ব শত্রুতা জের ধরে পুলিশের অবর্তমানে হত্যার চেষ্টার খবর পাওয়া গেছে।হামলা শিকার সোহেল রানা বলেন গতকাল আনুমান রাত ১২:৩০ দিকে তাকে ঘুমন্ত অবস্থায়.কুষ্টিয়া মশানে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।
হামলাকারী গোফুর মন্ডল .গফুর মন্ডলের কথায় গফুর মন্ডল সহ তার ২ ছেলে নাজমুল ও সম্রাট সহ মোট ১২ জন জানালা ভেঙ্গে সোহেল রানার উপর অস্ত্রপাতি সহ হামলা করে। আশে পাশে যারা সাহায্যের জন্য আসার সম্ভাবনা ছিলো, তাদের ঘর আগেই বাইরে থেকে আটকে দেওয়া হয়। এ সময় ঘরের ভিতর তারা ভাংচুর করে এবং মেরে ফেলার জন্যে তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে এবং কয়েকজন ভাঙ্গা ইট মারতে থাকে। এতে সোহেল রানার সারা শরীরে আঘাতসহ ডান হাতে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত পায় এবং পায়ের একটি আঙ্গুল কেটে ঝুলে যায়। তারপরে সোহেল রানা ওইখান থেকে দৌড় মেরে পালাতে সক্ষম হয় এবং প্রাণে বেচে যায়। বর্তমানে সোহেল রানা কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি আছে।তার পরিবারের দাবি তাদের জীবনের ঝুঁকি এখনো কমেনি। যেকোনো সময় তাদের উপর হামলা হতে পারে তারা প্রশাসনের কাছে সাহায্য চাই। তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে তারা।