

জাতীয় ভোটার দিবস-২০২৫ইং উপলক্ষ্যে আলোচনা”
মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ।
আজ ২রা মার্চ রোজ রবিবার- জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে- ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্য নিয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়,ময়মনসিংহ কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জনাব মোখতার আহমেদ, ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলম।
এ সময় তিনি বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে জনগণকে স্মরণ করিয়ে দেন যে, ভোট হলো প্রত্যেকের কাছে পবিত্র আমানত। সকলের উচিত যোগ্য ব্যক্তিদের ভোট দিয়ে ক্ষমতায় নির্বাচিত করা। বিগত সময়ে জনগণ সঠিকভাবে এবং স্বত:স্ফূর্তভাবে ভোট দিতে পারেন নি উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সকলকে অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজন করার জন্য এবং সকলকে সঠিক ও নিজ বিবেচনায় ভোট প্রদানের জন্য তিনি অনুরোধ জানান।