শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
Headline
কালিয়াকৈরে ইসরালীর বিরুদ্ধে ফিলিস্তিনীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। বাঘাইছড়িতে ৪ নং ওয়ার্ড পৌরসভায় সেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুমিল্লা মনোহরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। আওয়ামী লীগ নেএীর পক্ষে সুপারিশ করলেন বিএনপি নেতা। নরসিংদীর শিবপুরে ১২ বছরের ছাত্রী ধর্ষণকারীকে গ্রেফতার করেছেন র‍্যাব ১১। জুলাই আগস্টে শহীদ পরিবারের পাশে দাঁড়ালেন বাউফল উপজেলা বিএনপি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের দাবিতে মন্ত্রণালয়ে চিঠি জেলা প্রশাসক নোয়াখালীর পাহাড়ে প্রথম বারের মত পেয়াজ চাষে সাফল্য কুমিল্লায় বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলেন নাহিদ
Headline
Wellcome to our website...
ঢাকা-বগুড়ার ৩ আসনে নিজেকে এমপি ঘোষণার দাবি হিরো আলমের
/ ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ২:০১ অপরাহ্ন

সাইফুল ইসলাম ফাহাদ, নিজস্ব প্রতিবেদক:

ঢাকা ও বগুড়ার তিনটি সংসদীয় আসনে নিজেকে সংসদ সদস্য হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র রাজনীতিক আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ দাবি জানান।

স্ট্যাটাসে হিরো আলম বলেন, ‘যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, হিরো আলমকে ঢাকা-১৭, বগুড়া-৪, ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।’

হিরো আলম এই দাবি করে বলেন, ‘বগুড়া ও ঢাকায় সংসদ নির্বাচনের পর পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে মামলা করেছিলাম। ইশরাক ফেরত পেয়েছেন। আমিও পাওয়ার আশা রাখি। কারণ, আমিও বঞ্চিত।

হিরো আলম ২০২৩ সালের ২৩ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট বাতিল চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেন। নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনের দাবি জানিয়ে চিঠিতে বলা হয়, ‘২০২৩ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে আমি আরশাফুল হোসেন আলম (হিরো আলম) নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি। নির্বাচনের দিন ইমেইলের মাধ্যমে আপনাকে অবহিত করেছিলাম যে, ভোটগ্রহণ শুরুর ১ ঘণ্টার মধ্যে আমার তালিকাভুক্ত মনোনীত প্রায় ৮৮ জন এজেন্টকে ১৯টি ভোটকেন্দ্র থেকে বের করে দিয়ে ব্যাপক জাল ভোট দেওয়া হয়েছে। এ ছাড়া বনানী বিদ্যা নিকেতন ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে সরকার দলীয় ক্যাডাররা আমার ওপর শারীরিকভাবে হামলা চালায়। এ ঘটনা দেশ ও বিদেশের কোটি কোটি মানুষ সংবাদ মাধ্যমে দেখেছে।

ওই ঘটনার পর বিভিন্ন কেন্দ্র থেকে আমার মনোনীত এজেন্টদের জোর করে বের করে ভোট গণনা করা হয়েছে, যা সম্পূর্ণ নির্বাচনবিধি পরিপন্থী। আমার ওপরে উদ্দেশ্যপ্রণোদিত হামলা ও ব্যাপক জাল ভোট ও ভোট গণনায় অনিয়ম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই আমি মনে করি, এই নির্বাচন বিধিসম্মত হয়নি।

এদিকে, ২০২৩ সালের জুলাইয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের প্রায় শেষের দিকে গিয়ে হামলার শিকার হন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম। এ সংক্রান্ত একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি ভোট কেন্দ্রের মাঠে তাঁর ওপর মারমুখী হয়ে ওঠেন একদল মানুষ। তিনি সেখান থেকে বের হয়ে আসলেও তাঁকে ধাওয়া করে হামলাকারীরা। সে সময় হিরো আলমের ওপর এলোপাতাড়িভাবে মারধরও চলতে থাকে। ভিডিওতে জয় বাংলা স্লোগান দিতেও শোনা যায়।এ ঘটনায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ। মামলার পরে অনেককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

 

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page