দুপচাঁচিয়ায় প্রধানমন্ত্রী শুভেচ্ছা চাল আত্মসাৎ।
রিপোর্টার
আরিফুল ইসলাম
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক শুভেচ্ছা চাল অসহায় ও দুস্থদের জন্য ঈদুল আযহা উপলক্ষে আংশিক বিতরণ করে বাকি চাল ইউনিয়ন পরিষদ কক্ষে গচ্ছিত রাখেন তৎপর গত ১২ জুন ২০২৪ ইং তারিখে রাত্রি আনুমানিক ৮ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদের নৈশ প্রহরী মোঃ বাবলু ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ ইউসুফ আলী সুমনের নেতৃত্বে আত্মসাৎ এর চাল গুলি অন্যত্রে সরিয়ে নেওয়ার সময় স্থানীয় লোকজনের নজরে আসে। এবং স্থানীয় লোকজন এলাকার আরো লোকজনকে এ ব্যাপারে অবহিত করে। তৎক্ষণাৎ এলাকার স্থানীয় লোকজন এসে ঘটনাটি প্রথমে দুপচাঁচিয়া থানা পুলিশ ও প্রশাসনকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মোঃ আকরাম হোসেন, পিতা-মৃত আশরাফ মৃধা। মোঃ আরিফুল ইসলাম, পিতা আমজাদ হোসেন।ইউসুফ আলী প্রাং, (সুমন)। সকলের সাং দেবখন্ড, চকমাধব। তাদের বাড়ি সার্চ করিয়া আরিফুলের বাড়ি হইতে ৫০ কেজি ওজনের ২৩ বস্তা চাল উদ্ধার পূর্বক জব্দ করে। এবং পুলিশ চেয়ারম্যানের সঙ্গে গোপনে শলা পরামর্শ করে বিষয়টি ধামাচাপা দেয়। এবং এলাকার জনসাধারণকে ব্যাপারটি না জানিয়ে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয় পুলিশ। পরবর্তীতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করতে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী সুষ্ঠু বিচার না পাওয়ায় ২৩/৬/২০২৪ ইং তারিখে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।