

পাইকগাছা পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের মে দিবস উদযাপন
মোঃ রাজু আহম্মেদ
পাইকগাছা পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১লা মে দিবস উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১লা মে বৃহস্পতিবার সকাল ৯ টায় পাইকগাছা পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে বিশাল একটি র্যালি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমিতির অস্থায়ী কার্যালয় পোনা মার্কেটে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন,পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আলম গাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও সাবেক প্যালেন মেয়র-১ এসএম ইমদাদুল হক।
মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র-২ কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ ইমরান হোসেন।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আয়ুব আলী জোয়ারদার, আবুল কাশেম,সাবেক সভাপতি নুর ইসলাম, রেজাউল গাজী, বর্তমান সহ-সভাপতি আসাদুল ইসলাম, রমজান, বাদশা, আসমান, ইউনুস, রফিকুল ইসলাম, আবু মুসা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।